চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন) বিকেল ৪টায় শহরের হোটেল ভিআইপি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন,
“আমার বাংলাদেশ পার্টি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো দেশবাসীর ন্যায্য দাবি আদায় করা এবং আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। তিনি বলেন,
“এবি পার্টি রাজনীতিতে শুদ্ধতার ধারা প্রতিষ্ঠায় কাজ করছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকতার সঙ্গে ভূমিকা রাখতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা এবি পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন। তিনি বলেন,
“চুয়াডাঙ্গা জেলায় এবি পার্টির কার্যক্রম আরও বেগবান করতে আমরা একযোগে কাজ করবো। সদস্য সংগ্রহ থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করতে হবে।”
সভায় চুয়াডাঙ্গা জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনার মাধ্যমে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply