চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ২০২৪-২৫ অর্থবছরে ২৩২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তির ১০ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করেছে জেলা পরিষদ।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
শিক্ষাবৃত্তিপ্রাপ্তদের মধ্যে উচ্চ মাধ্যমিক/সমমান বিভাগে ১২১ জন, বিশ্ববিদ্যালয় বিভাগে ৮৪ জন, মেডিকেল ও ডেন্টাল বিভাগে ১৫ জন এবং প্রকৌশল বিভাগে ১২ জন মেধাবী শিক্ষার্থী রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষাবৃত্তির টাকার পরিমাণ বড় বিষয় নয়, মূল কথা হলো শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। সরকার বর্তমানে শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন করছে। অনেকের প্রাইভেট পড়ার সমস্যা থাকলেও জেলা পরিষদ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ। এখান থেকে গড়ে উঠা মেধাবীরা ভবিষ্যতে জাতির সম্পদ হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply