শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

আলমডাঙ্গা থানার অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগী রকি গ্রেফতার

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হলেন এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ পিয়াল মাহমুদ সাদ্দাম (৩২) ও তার সহযোগী মোঃ আতাউর রহমান ওরফে রকি (৩২)। সোমবার (৮ এপ্রিল) গভীর রাতে কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান সাটার গান, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল এবং ৫২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও পলাতক আসামীদের ফেলে যাওয়া তিনটি মোটরসাইকেল—রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের TVS Raider 125cc, নেভি ব্লু রঙের YAMAHA RX-125cc এবং লাল রঙের DISCOVER 100cc—উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালিত হয় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান এর তত্ত্বাবধানে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) কাজী শামসুল আলম, সঙ্গীয় ফোর্সসহ।

গ্রেফতারকৃত পিয়াল মাহমুদ সাদ্দাম একজন দুর্ধর্ষ অপরাধী হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে আলমডাঙ্গা ও অন্যান্য থানায় বিস্ফোরক দ্রব্য, অস্ত্র, হত্যাচেষ্টা, মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মোট ২৪টি মামলা রয়েছে,তার মধ্যে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়েরকৃত একাধিক অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা ও 

২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (দুর্গাপুর থানা, রাজশাহী) 

সহযোগী রকিও অপরাধ জগতে সক্রিয় গ্রেফতার আতাউর রহমান ওরফে রকির বিরুদ্ধেও রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান  জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS