চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুরের জোড়াতলা মাঠে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এ সংঘর্ষে নারীসহ অন্তত ২২ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন—শাখাওয়াত হোসেন (৩৫), মিলন হোসেন (৩০), রকিবুল রহমান (৩৮), মাহাবুবুর রহমান (৪০), তানভির (২৫), আব্দুল আলিম (৩৫), ইউনুস আলি (৫০), রশিদা খাতুন (৪০), আছিয়া খাতুন (৩০), হায়দার আলি (৫০), হাসিবুর (১৯), শহিদ (১৮), ইনামুল (২২), শরিফুল (৩৫), রফিকুল (৫০), বাবলু (৪০), জুবায়ের হোসেন (৩৫) এবং অজ্ঞাতনামা আরও পাঁচজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চাঁদপুর গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলি এবং মৃত আফসার আলির ছেলে আব্দুল হালিম গংদের মধ্যে ২৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। মঙ্গলবার সকালে হালিম গং ওই জমিতে পাট বুনতে গেলে প্রতিপক্ষ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়, যার ফলে নারী-পুরুষসহ অন্তত ২২ জন আহত হন।
ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহামিদা আক্তার রুনা জানান, সকাল থেকে আহত রোগীরা হাসপাতালে আসছেন। ইতোমধ্যে ১৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত কয়েকজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে যেন কোনো সহিংসতা না ঘটে, সে জন্য স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply