চুয়াডাঙ্গা প্রতিনিধি: ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে, ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সমর্থনের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজার এবং সরকারি কলেজের সামনে এই কর্মসূচির আয়োজন করে চুয়াডাঙ্গার সচেতন ও বিবেকবান জনগণ।
বিক্ষোভে হাজারো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক গণজমায়েত সৃষ্টি হয়। বক্তারা তাদের বক্তব্যে ইসরায়েলি দখলদারিত্ব, আগ্রাসন ও মানবতা বিরোধী গণহত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করার দাবি তোলেন। তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এই কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফয়সাল ইকবাল; ইসলামি ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি এস এম ফাহিম; ইন্তিফাদা ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি সাফায়েত আদনান; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব ফাহিম উদ্দীন, মুখ্য সংগঠক আকাশ এবং মুখপাত্র আনজুম হাবিবা।
এছাড়া চুয়াডাঙ্গার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুনসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণ প্রতিবাদ জানান। কর্মসূচির শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply