শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে: আমির খসরু মাহমুদ চৌধুরী। গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন বৈধ হবে না: জাতীয় ঐক্য জোটের সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষা ও ইতিহাস কমিশন গঠন করুন: অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযান, মাদকসহ দুই ব্যবসায়ী আটক চুয়াডাঙ্গায় রেস্টুরেন্টের দরজা ভেঙ্গে মিলল বাবুর্চির লাশ সবার পছন্দের শীর্ষে ভিভো ভি৬০ লাইট কুলিয়ারচরে মামলার বাদী ও স্বাক্ষীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ অষ্টগ্রামে ভাইগ্নার সাথে অভিমান করে মামা আত্মহত্যা উপসহকারী কৃষি কর্মকর্তাকে হুমকি-গালিগালাজ: আলমডাঙ্গার চেয়ারম্যান বিপুল-এর বিচার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ডিকেআইবি চুয়াডাঙ্গা জেলার দিনাজপুর জেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী গ্রুপ এর সাধারণ সভা অনুষ্ঠিত

দেশব্যাপী অব্যাহত সন্ত্রাস কর্মকাণ্ড, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী সহিংসতার দ্রুত শাস্তি নিশ্চিতের দাবীতে চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের উদ্যোগে অপরাধ দমনের দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দেশে অপরাধ বেড়েই চলেছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাই তারা দ্রুততম সময়ে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাফ্ফাতুল ইসলাম, মাহবুবুর রহমান আকাশ, ফাহিম আহম্মেদ, প্লাবন, তাসলিম আল মাহম্মদ,নুসরাত জাহান রোজা,সিরাজুম মুনিরা,তাসনিয়া আফসিন সহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিনিয়ত অপরাধের শিকার হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। আমরা চাই, অপরাধীদের দ্রুততম সময়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”

শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে সাধারণ জনগণও তাদের পাশে দাঁড়ান। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপরাধ দমনে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য প্রয়োজনে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS