শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে-গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

হাতীবান্ধা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ সংলগ্ন চরে ‍‍`জাগো বাহে তিস্তা বাঁচাই‍‍` শীর্ষক সমাবেশে বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশ নদীর পানির মালিক। ভারতের আগ্রাসনে তিস্তা এখন আর নদী নেই, খাল বলা যায়। তাই তিস্তা চুক্তি ও নদীর সমস্যার সমাধানের পূর্বশর্ত নির্বাচিত সরকার দরকার।

মঙ্গলবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কারের জারি গান মানুষ আর খায় না। সংস্কার করার ক্ষমতা অন্তবর্তী সরকারের নেই। প্রয়োজনে ঐক্যমতের মাধ্যমে গণস্বাক্ষর করে রাখা যেতে পারে। যারাই ক্ষমতায় আসবে তারা জনগণের কাঙ্ক্ষিত সংস্কারগুলো করবে। এ ছাড়া সংস্কারের কোনো সুযোগ নেই অন্তবর্তী সরকারে। ১/১১-এও সংস্কার আলোচনা করা হয়নি। কারণ, সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো তো সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলো করেন না। কোনটা রাখবেন, কোনটা রাখবেন না। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। তিস্তা নদীর সমস্যার সমাধানেও নির্বাচিত সরকার দরকার। যে সরকার যখন ক্ষমতায় আসবে তখন তারা সেই কাজই করবে জনগণের স্বার্থে।’

বাংলাদেশের সাথে ভারত বেঈমানি করেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারতের মদদে বিনা ভোটে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। বিদেশে টাকাও পাচার করেছে আওয়ামী লীগ। ভারতের কাছে ক্ষমতা নিলেও পানি নিতে পারেনি আওয়ামী লীগ।’

‍‍`জাগো বাহে তিস্তা বাঁচাই‍‍` আন্দোলনের শেষ দিনের অবস্থান কর্মসূচির জনসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান রাজিব প্রধান, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS