শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করেছে বাংলাদেশ ও পাকিস্তান মনোস্পুল বাংলাদেশ সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সকল প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নিয়োগ এবং উচ্চ মাধ্যমিকে সকল শাখায় ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং ইসলামি শিক্ষায় মৌখিক পরীক্ষা রাখার দাবি ৮ বছরের সাফল্যে ভিভো, পুরস্কারে ভরা উদযাপন! আইসিএবির ঢাকা রিজিওনাল কমিটির উদ্যোগে হাতিরঝিলে অনুষ্ঠিত হলো অ্যাকাউন্টিং ডে রান ২০২৫: সুস্বাস্থ্য, সংহতি ও পেশাগত জীবনের এক অনন্য উৎসব চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের চূড়ান্ত কমিটি গঠন: সভাপতি মোঃ তবারক হোসেন ও সাধারণ সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে বক্তারা, ঐক্যবদ্ধ জাতি গঠনে তওহীদভিত্তিক শিক্ষানীতির বিকল্প নাই ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও যুব সংহতি দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা এবং বিএনপির র‌্যালি অনুষ্ঠিত ভৈরবে ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত

নবায়নযোগ্য জ্বালানিতে জেন্ডার অন্তর্ভুক্তি : গবেষণা শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ দীপ্ত ফাউন্ডেশনের আয়োজনে ‘ইনক্লুশন অব জেন্ডার ইন রিনিউয়েবল এনার্জি’র ওপর গবেষণা বিষয়ক উপস্থাপনা (খসড়া) সম্প্রতি উইমেন্স ভলান্টারি এসোসিয়েশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণার মূল বিষয় বিস্তারিত তুলে ধরেন দীপ্ত ফাউন্ডেশনের ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর জাকিয়া কে হাসান।

এ অনুষ্ঠানে হেলেন মাশিয়াত প্রিয়তি, সিনিয়র রিসার্চ এসোসিয়েট (সিপিডি), ড. মো. শামসুদ্দোহা, চিফ এক্সিকিউটিভ (সিপিআরডি), হাসান মেহেদি, সদস্য সচিব (বিডব্লিউজিইডি এবং চিফ এক্সিকিউটিভ (ক্লিন), অ্যাডভোকেট সালমা আলী (বিএনডাব্লিউএলএ) উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে নারী-পুরুষের অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ লিঙ্গ সমতা এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা এ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। সামাজিক ও পরিবেশগতভাবে উভয়েরই বিশেষ করে নারীদের সচেতনতার অভাবে তাদের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এ প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণে নারীদের ভূমিকা বাড়ালে স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকি সম্পর্কে তারা সচেতন হবে।

আলোচনার একপর্যায়ে বাড়ির ছাদ, খাস জমি ও জলাশয় ব্যবহার করে এর চাহিদা মেটানো সম্ভব বলে অভিমত দেন অলোচকবৃন্দ। নবায়নযোগ্য জ্বালানি এমন ধরনের জ্বালানি যা প্রাকৃতিক প্রক্রিয়ায় পুনর্নির্মাণ হতে থাকে। এ ধরনের জ্বালানি ব্যবহারে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কম পড়ে এবং এটি দীর্ঘ মেয়াদে টেকসই শক্তি সরবরাহে সাহায্য করে- এ বিষয়টির ওপরও প্রত্যেক আলোচক গুরুত্বারোপ করেন।

এছাড়া বিভিন্ন সংস্থা থেকে আগত অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ফারহানা মলয়া চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS