নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ২ ফেব্র“য়ারি ২০২৫, রবিবার সিলেট শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জোনপ্রধান মোঃ জাকির হোসেন, ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ।
সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply