চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অর্ধশতাধিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৬২ জন। বাংলাদেশ সময় সকাল ১১টা ৯ মিনিটে এমন তথ্য জানিয়েছে এএফপি।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় তিব্বতে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এসব তথ্য নিশ্চিত করেছে।
সিনহুয়া বলছে, রিখটার স্কেলে ডিংরির সিগেজের সিজাংয়ে এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক আট।
যদিও কোনো কোনো গণমাধ্যম এই মাত্রাকে আরও বেশি বলে জনিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস বলছে, নেপাল সীমান্তের কাছে তিব্বতের জিজাংয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক এক মাত্রার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply