নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার বিশিষ্ট সাংবাদিক ও উদ্যোক্তা মোঃ আব্দুল্লাহ হকের ২৪তম জন্মদিন গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার, সাউথইস্ট ব্যাংক নীলমনিগঞ্জ আউটলেট ও নেটিজেন লিংক লিমিটেডের যৌথ উদ্যোগে জমকালো আয়োজনে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালাম মোটরসের প্রোপ্রাইটর আব্দুর সালাম, মা টেলিকমের প্রোপ্রাইটর রকিবুল ইসলাম, ফজলুল হক, প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশনের এডমিন অমিত হাসান ও রাসেল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সবুজ আহমেদ, হৃদয় আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ীরা। এ উপলক্ষে বলিয়ারপুর দারুল উলুম মাদ্রাসা এবং জোহরা খাতুন মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জেলার বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য শুভাকাঙ্ক্ষী তাকে অভিনন্দন জানান।
মোঃ আব্দুল্লাহ হকের জীবন ও কর্মযাত্রা
২০০১ সালের ২৭ ডিসেম্বর চুয়াডাঙ্গার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ আব্দুল্লাহ হক। সপ্তম শ্রেণিতে পড়াকালীন সাংবাদিকতায় আত্মপ্রকাশ করেন এবং অষ্টম শ্রেণিতে পড়ার সময় ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোগ নেন।
বর্তমানে তিনি আইটি প্রতিষ্ঠান নেটিজেন লিংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং পারফেক্ট এন্টারপ্রাইজের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শাপলা টিভি বাংলা ও এসএফ টিভির প্রধান সম্পাদক এবং মানবিক ফাউন্ডেশন ও প্রিয় শহর চুয়াডাঙ্গার উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তার কর্মজীবনের জন্য তিনি বিভিন্ন ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পুরস্কারে ভূষিত হয়েছেন। মানবসেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply