নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার জনপ্রিয় ফেসবুক গ্রুপ প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় ব্যাপক কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার বিকেলে কুমারী বালক বালিকা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা-সহ বিভিন্ন স্থানে এতিম ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। মাদ্রাসার পরিচালক মোঃ সোনা মিয়া ও শিক্ষক ক্বারী আশরাফুল ইসলামের উপস্থিতিতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান এডমিন মোঃ মামুন খান, উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ হক ও ডাঃ মোঃ সোহাগ রানা সবুজ, অর্থ সম্পাদক ও সিনিয়র এডমিন অমিট হাসান, মিডিয়া সম্পাদক আবদুল্লাহ, ব্লাড ডিপার্টমেন্টের মোঃ ওয়াসিম আকরামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের জন্য চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণে প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশনের আয়োজনে আরও একটি অনুষ্ঠানে অতিথিরা সদস্যদের হাতে কম্বল তুলে দেন। সেখান থেকে প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল্লাহ হক, সহ প্রধান এডমিন মোঃ মামুন খান, সিনিয়র এডমিন অমিত হাসান, ডাঃ সবুজ, জাহিদ হাসান, সুমাইয়া মাহমুদ, বোরহান, আব্দুল্লাহসহ সদস্য মিম, পিংকি, লাবণ্য, রিধিতা, আজমল, ফাতেমা, সাদিয়া, সিফাত, সাব্বির, জুবায়ের, শিমু এবং সুরাইয়া।
শীতকালীন সময়জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের এই মহতী উদ্যোগ সবার প্রশংসা কুড়িয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply