চুয়াডাঙ্গা প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ, খাসকররা ও আইলহাঁস ইউনিয়নের কৃষক দলের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১০ এ ডিসেম্বর বিকাল ৪টায় ঘোলদাড়ী বাজার ফুটবল মাঠে এই কমিটি গঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরিফ।
নাগদাহ, খাসকররা ও আইলহাঁস ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উজ্জীবিত এই সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটি ইউনিয়ন পর্যায়ে কৃষক দলের কার্যক্রমকে আরও সংগঠিত ও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এতে আইলহাস ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ঝন্টু মল্লিক, সাধারণ সম্পাদক সেলিম হোসেন বিটু সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, খাসকররা ইউনিয়নের সভাপতি ফারুক মেম্বার, সাধারণ সম্পাদক লাল চাঁন, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, নাগদাহ ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আজিবার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন নির্বাচিত হন।
নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে কৃষকরা তাদের অধিকার আদায়ে আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া, কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
এ ধরনের উদ্যোগ ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সভায় অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, অনুষ্ঠান উদ্ভোধক চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্য সচিব ও সাবেক বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রোকন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোমিন মালিতা, চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ হোসেন জোয়ার্দার সোনা, যুগ্ম আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম জোয়ার্দার বিলু, আলমডাঙ্গা উপজেলা কৃষকদলের সদস্য সচিব ডাঃ মোঃ ইদ্রিস আলী, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন বিশ্বাস,
আরো উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ডা. ওহিম উদ্দিন, ছাত্রদল নেতা বকুল মাস্টার, আশিক, সুজন, শিপন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা কৃষকদলের আহ্বায়ক মোঃ জামাল সাদিক, অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা আউলাউজ্জামান রাসেল, ও হারুন অর রশিদ, অনুষ্ঠানে নাগদাহ, আইলহাস এবং খাসকররা ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply