মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

ফ্যাসিস্টদের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট দোসরদের উসকানিমূলক কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি, হত্যাকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপপ্রয়াসের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর টাউনহল ময়দানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে বসে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তাঁর দোসররা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপপ্রয়াস চালাচ্ছে। ছাত্র-জনতার বিজয় পরবর্তী সরকারকে নানাভাবে উত্ত্যক্ত করে দেশে আরজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। বিএনপি দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সেই সব ষড়যন্ত্র বানচাল করে দেশ রক্ষা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS