নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে সামাজিক সংগঠন অণির্বান সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৩ নভেম্বর সকাল ১০টায় মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গার ইউএনও শেখ মেহেদী ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ নষ্ট করে। এটি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনেও সবাইকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা পারভীন বলেন, “নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসার বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাত্র, জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসার পরিচালক মুফতি খালিদ সাইফুল্লাহ রুহী, এবং জেহালা ইউনিয়ন জামায়াত ইসলামী আমির মোঃ আব্দুল আজিজ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সভাপতিত্ব করেন অণির্বান সেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইসরাত জাহান ইপ্তি। তিনি বলেন, “অণির্বান সেচ্ছাসেবী সংস্থা সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও মুন্সিগঞ্জ জিমনেসিয়ামের প্রশিক্ষক মোঃ জহুরুল হক ও সাংবাদিক সোহেল তামজিদ হিরো ।
আলোচনা সভাটি মুন্সিগঞ্জের স্থানীয় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply