নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাঙ্গিয়ারপোতা এলাকা থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ আইয়ুব আলী (৫৫) ও তার পুত্র রমজান আলীকে (৩৫) আটক হয়েছেন , চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানায়, আজ শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৩ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালায় দর্শনা থানার রাঙ্গিয়ার পোতা গ্রামে এসময় আইয়ুব আলীর বাড়ি সংলগ্ন পূর্ব পাশের বেড়ার নিচে মাটি খোদাই করে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এনএসআই এর পক্ষে উপ-পরিচালক শামসুল হকের নেতৃত্বে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, মাঠ কর্মকর্তা নয়ন কুমার রায়, মিজানুর রহমান এবং ফরহাদ আহমেদ।সেনাবাহিনীর পক্ষে ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের মেজর খান সজীবুল ইসলাম,ক্যাপ্টেন আশিকুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত ফেন্সিডিল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় এ ধরনের মাদক বিরোধী যৌথ অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply