নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে সোমবার ৪ এ নভেম্বর সকাল ৪ টার সময় কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সাঈদ পিন্টুসহ ৭ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষে তাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়,এবং বর্তমানে তারা ক্যাম্প হেফাজতে রয়েছেন।
আটককৃতরা হলেন আলমডাঙ্গার কুমারী ইউনিয়নর রাজিব হোসেন (২৯),সোহেল রানা (৪৫),রিপন (৩৪),বাপ্পি (৪৩),শাহজাহান (৩০) মেহেদী হাসান (২৯),বাবুল মিয়া (২৩)।
আটককৃতদের কাছ থেকে কোনো অবৈধ সামগ্রী উদ্ধার করা যায়নি, তবে স্থানীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply