নিজস্ব প্রতিবেদকঃ আলমডাঙ্গার শহীদ মিনারের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে আবারও তুলকালাম কাণ্ড ঘটেছে। শহীদ মিনারের প্রাচীর নির্মাণ কাজে ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক জাকারিয়া হিরো বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে হট্টগোলের একপর্যায়ে হিরো মাথায় আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়। ঘটনাস্থল থেকে এক যুবদল কর্মিকে থানায় নেওয়াকে কেন্দ্র করে শহরে বিক্ষোভ করা হয়। এরই এক পর্যায়ে হিরোর লোকজন সাংবাদিক হামিদুল ইসলাম আজমের বাড়িতে চড়াও হয়।
৩ ই আগষ্ট শনিবার উভয়পক্ষের কথা-কাটাকাটি র এক পর্যায়ে হিরো আঘাত প্রাপ্ত হয় ।আলমডাঙ্গা থানা পুলিশ ঘটানাস্থলো উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এখনও এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। দু’পক্ষ আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে কয়েক বছর আগে ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত করেন জাকারিয়া হিরো। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জোরপূর্বক শহীদ মিনারে জমি দখল করেছেন। এছাড়াও আলমডাঙ্গাবাসীর প্রাণের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ব্যামাগারের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় আলমডাঙ্গার মানুষ তার বিরুদ্ধে বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। গঠন করা হয় ব্যামাগার উদ্ধার কমিটি। উদ্ধার কমিটি, স্কুল কর্তৃপক্ষ ও ছাত্র-জনতা জমি উদ্ধারে বিভিন্ন কর্মসূচি পালন করেন। তারা জমি উদ্ধারের জন্য হিরোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানবন্ধন ও বিক্ষোভ মিছিলও করেন।
এ ঘটনায় দফায় দফায় বিরোধপূর্ণ জমির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ও আলমডাঙ্গা থানাপুলিশের উপস্থিতিতে বৈঠক করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জমি মাপজোক করে সিমানা নির্ধারণ করে দেওয়া হয়। ইতোপূর্বে নির্ধারিত স্থানে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে প্রথম ধাপের সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। দ্বিতীয় ধাপের প্রথম দিন গতকাল শনিবার স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে কাজ শুরু হলে নির্মাণ কাজে বাঁধা দেন জাকারিয়া হিরো ও তার লোকজন। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় জনতার সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়। চরম হট্টগোল ও হাতাহাতির এক পর্যায়ে জাকারিয়া হিরো রক্তাত্ত জখম হন। পরবর্তীতে হিরোর বড় ভাই হাসানসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে ওঠেন। তারা সাংবাদিক হামিদুল ইসলাম আজমের বাড়িতে চড়াও হন। আজম ও তার ছেলে হাসিবকে খুঁজতে থাকে। তারা উত্তেজিত স্বরে তাদের বাপ- ছেলেকে হুমকি দেয়।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ঘটনাস্থল থেকে যুবদল কর্মি মুন্নিকে আটক করে পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় পরে পুলিশ মুন্নিকে ছেড়ে দেন। এ ঘটনায় জাকারিয়া হিরোর বিরুদ্ধে সাংবাদিক হামিদুল আজম, শিক্ষক হাবিবসহ তিনজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে এ ঘটনার বিষয়ে ব্রাইট মডেল স্কুলের পরিচালক আহত জাকারিয়া হিরো জানান তিনি অসুস্থ এবং মামলার প্রস্তুতি নিচ্ছে।
এ ব্যাপারে আলমডাঙ্গা অফিসার ইনচার্জ জানান বর্তমান শহরের পরিস্থিতি বর্তমান স্বাভাবিক আছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply