দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ০৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবি ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৫ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। আর ৯০ পয়সা বা ৪ দশমিক ১৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তাসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- ওয়ান ব্যাংক, লাভেলো আইসক্রিম, মেঘনা সিমেন্ট, ঢাকা ব্যাংক, খান ব্রাদার্স, আইসিবি এবং এডিএন টেলিকম লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply