সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাবেক চার মন্ত্রীর বিভিন্ন মেয়াদে ফের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হাজির করে পৃথক মামলায় রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেন। এরমধ্যে পলককে ২৪ দিন, দীপু মনিকে ১৪ দিন, ইনু ও মেননকে সাতদিন এবং সালমান এফ রহমানকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার ইমন হোসেন গাজী হত্যা মামলায় দীপু মনি, পলক, ইনু ও রাশেদকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম। শুনানি শেষে আদালত এ মামলায় তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।
যাত্রাবাড়ী থানার মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় সালমান ও পলকের আরও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় পলকের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন উপ-পরিদর্শক মো. সবুজ মিয়া। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। যাত্রাবাড়ী থানার সাকিব হাসান হত্যা মামলায় দীপু মনি ও পলকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের সাত দিন রিমান্ডের আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা মশিউর রহমানের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ১৪ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। এছাড়া, গত ৬ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়।
অপরদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গত ২৬ আগস্ট গ্রেপ্তার করা হয় এবং গত ২২ আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply