সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

৮১৪ মসজিদ, তিনটি গির্জাসহ ৬০ কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ইসরায়েলি হামলায় গাজায় ৮১৪টি মসজিদ ধ্বংস, ১৪৮টি মসজিদ ক্ষতিগ্রস্ত ও ৩টি গির্জা ধ্বংস হয়েছে। সেই সঙ্গে ৬০টি কবরস্থানের ১৯টি ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার মন্ত্রণালয় ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধে গাজা উপত্যকার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। এতে ক্ষয়ক্ষতির আনুমানিক আর্থিক সংখ্যা ৩৫ কোটি ডলার।

মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে কবর অপবিত্র করা, মৃতদেহ উত্তোলন এবং নিহতদের বিরুদ্ধে নৃশংস সহিংসতা চালানোর অভিযোগও করেছে। যেমন: তাদের দেহাবশেষ চুরি করা এবং অঙ্গহানি করা।

উপাসনালয় ধ্বংস করা ছাড়াও মন্ত্রণালয় উল্লেখ করেছে, ১১টি প্রশাসনিক ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।

মন্ত্রণালয় আরও জানায়, গাজা অঞ্চলে স্থল অভিযানে ইসরাইলি বাহিনী তাদের ২৩৮ জন সরকারি কর্মীকে হত্যা ও ১৯ জনকে আটক করেছে।

এ অবস্থায় বিশ্বের সব সরকার ও ইসলামিক সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ আহ্বান জানিয়েছে গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় ৯৬ হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছে।

চলমান অবরোধের মধ্যে ইসরায়েলি আগ্রাসনে অঞ্চলটির প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। মারাত্মক ঘাটতি সৃষ্টি করেছে খাদ্য, পরিষ্কার পানি এবং ওষুধের। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS