দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ৩২৯ টির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯ পয়সা বা ১০ দশমিক ৫৮শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপুলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৮ পয়সা বা ১০ দশমিক ১২ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ টাকা ৩ পয়সা বা ১০ দশমিক ১২ শতাংশ।
এছাড়া আজ ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— ফাস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আইএলএফএসএল, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অলিম্পিক অ্যাসোসিরিজ, প্রিমিয়ার লিডার এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply