বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ইচ্ছাকৃতভাবে টাকা পাচারকারীদেরকে শাস্তি দিতে আমরা বদ্ধ পরিকর। পুঁজিবাজারে উঠা-নামা স্বাভাবিক উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বাজারের উর্ধ্বমূখী অবস্থায় বিক্রি করেন এবং নিম্নমূখী অবস্থায় ক্রয় করেন। এটাই উচিত। কিন্তু আমাদের দেশের বিনিয়োগকারীদের আচরণ উল্টো।
শনিবার (২৫ ডিসেম্বর) ‘এসএমই খাতের উন্নয়নে পুজিঁবাজারের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা প্রতিদিন অসংখ্য কোম্পানির সঙ্গে বিভিন্ন ইস্যুতে বসি। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের ইচ্ছা বা মনোভাব দেখার চেষ্টা করি। যে কোম্পানির জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার, তাই নেই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply