বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অক্টোবরে ৪৬৯ সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত আহত ১২৮০ : যাত্রী কল্যাণ সমিতি রাজধানীতে কাস্টমসের অভিযানে ধরা পড়লো ৪ লাখ শলাকা অবৈধ সিগারেট খান ব্রাদার্সের প্রথম প্রান্তিক প্রকাশ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইজেনারেশন লভ্যাংশ ঘোষণা করেছে সোনালী লাইফ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বীকন ফার্মা প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মা সিলেটের দক্ষিণ সুরমায় মিথ্যা ছাগল চুরি নিয়ে সাজানো নাটক !! নেপথ্যে ছিনতাইকারী রানা, জুলহাস, মক্ষীরাণী লাকী চক্র অনলাইন প্রতারণার শিকার: চুয়াডাঙ্গায় ৫ লাখ টাকা হারিয়ে উধাও বিকাশ এজেন্ট, এলাকায় তোলপাড় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন প্রণয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ ০৯ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ হিন্দু পরিষদের উদ্যেগে সারাদেশে সাম্প্রদায়িক হামলা, দোকানপাট, বাড়িঘর লুটপাট, মঠমন্দির ভাংচুর, অগ্নিসংযোগ বন্ধে দেশবাসীকে আহবান ও বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত সভাপতি দীপংকর শিকদার দীপুর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অনুপ কুমার দত্ত, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. গৌরাঙ্গ লাল মন্ডল, বিপুল বার, কেন্দ্রীয় মুখপাত্র সাজন কুমার মিশ্র, সাধারণ সম্পাদক এ্যাড. সুমন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক দেবাশিস সাহা, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. দুর্জয় দে সঞ্জয়, অ্যাড. বাসুদেব গুহ, দপ্তর সম্পাদক মুকুল ঘোষ, সহ-সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার, রূপম সরকার, যুব পরিষদের সভাপতি মনীষ বালা, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার শিপু, নারায়ন জেলা সভাপতি ইঞ্জিঃ উত্তম কুমার সাহা, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ নেত্রবৃন্দ’সহ ভুক্তভোগী সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক এ্যাড. সুমন কুমার রায়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ্যাড. সুমন কুমার রায় বলেন, এই অরাজকতা অতি দ্রুত বন্ধে দেশবাসীকে আহবান ও বৈষম্যমুক্ত একটি দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান। তিনি আরো বলেন, সংখ্যালঘু নির্যাতন করে সংখ্যালঘুদের এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না। দেশ কারো বাপের না যে সংখ্যালঘুরা ভয়ে দেশ ছেড়ে চলে যাবে। প্রয়োজনে সংখ্যালঘুরা তাদের অস্তিত্ব রক্ষায় অস্ত্র ধরতে জানে। কারণ আমরা প্রীতিলতা ও মাস্টার দা সূর্য্য সেনের উত্তরসুরী।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সংগঠনের সভাপতি সভাপতি দীপংকর শিকদার দীপু বলেন, ১৯৭১ সালের পর এই রকম অরাজাকতা পুনরায় দেখতে পাচ্ছি, যদি এই হামলা, লুটপাট মঠ-মন্দির প্রতিমা ভাংচুর, হত্যা, মারধর সহ্য করতে হয়, তবে আগের সরকারের দোষ কোথায়? আমরা কেন ঐক্যবদ্ধ হলাম, কোন আন্দোলন করলাম? কেন লাল রং উড়ালাম? এই প্রশ্নে উত্তর পাচ্ছি না। সারাদেশের হিন্দু সম্প্রদায় আতঙ্কে দিনানিপাত করছে, কেউ নিরাপদ নয়। এই অরাজকতার শেষ কোথায়? হিন্দু সম্প্রদায় কি এদেশে থাকতে পারবে নাকি আগেকার মতো ভারতে বা অন্য কোন দেশে যাবে। সত্যি কথা বলতে, শুধু হিন্দুরা নয়-ভালো মানুষগুলো এদেশে সংখ্যালঘু হয়ে যাচ্ছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র সাজন কুমার মিশ্র বলেন, বিচারহীনতার প্রবনতার কারণেই আজ দেশের এই অবস্থা, গত ০৪দিন ধরে চলমান যে তান্ডব চলছে, এগুলো বিচার যদি না হয়, তবে এদেশে শুধুরা নয়, এক সময় মুসলিমসহ সকল ভালো মানুষগুলো এদেশ ত্যাগ করবে এবং সন্ত্রাসী দুবৃত্তের অভয়ারোন্য হয়ে পড়বে আমাদের প্রিয় সবুজ শ্যামল মাতৃভূমি! এই দুর্বৃত্ত কেউ বিদেশ থেকে আসেনি তারাও এদেশের সন্তান, তাই অতি দ্রুত সারাদেশের ঐসকল দুবৃত্তদের আটকের মাধ্যমে গ্রেফতার ও শান্তি নিশ্চিতের দাবী জানাচ্ছি।

উপস্থিত অন্যান্য বক্তাগণ অনতিবিলম্বে এ সাম্প্রদায়িক ও বর্বরোচিত হামলায় জড়িতদের গ্রেফতার ও শান্তির দাবী জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS