বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অক্টোবরে ৪৬৯ সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত আহত ১২৮০ : যাত্রী কল্যাণ সমিতি রাজধানীতে কাস্টমসের অভিযানে ধরা পড়লো ৪ লাখ শলাকা অবৈধ সিগারেট খান ব্রাদার্সের প্রথম প্রান্তিক প্রকাশ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইজেনারেশন লভ্যাংশ ঘোষণা করেছে সোনালী লাইফ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বীকন ফার্মা প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মা সিলেটের দক্ষিণ সুরমায় মিথ্যা ছাগল চুরি নিয়ে সাজানো নাটক !! নেপথ্যে ছিনতাইকারী রানা, জুলহাস, মক্ষীরাণী লাকী চক্র অনলাইন প্রতারণার শিকার: চুয়াডাঙ্গায় ৫ লাখ টাকা হারিয়ে উধাও বিকাশ এজেন্ট, এলাকায় তোলপাড় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা

শোকের মাস আগস্টে শোককে শক্তিতে পরিণত করে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়

ছবি: মোঃ আরিফ খান___নিউজ: প্রশান্ত মজুমদার
  • আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে শোকের মাস আগস্ট উপলক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে গতকাল বৃহস্পতিবার ১ আগস্ট ২০২৪ইং তারিখে শোকের মাস আগস্ট উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। চলমান সংকট থেকে উত্তোরণ ও অশুভ শক্তিকে মোকাবিলা করতে জাতীয় শোককে শক্তিতে পরিণত করে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে এই শ্রদ্ধঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেন, আগস্ট; শোকের মাস। এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলে কালোব্যাজ ধারণ করছে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন, বিনামূল্যে বিশেষজ্ঞ  চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা সেবা প্রদান, সার্জারি সেবা প্রদানসহ বিস্তারিত কর্মসূচী পালন করা হবে। মাননীয় উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশকে এক সেকেন্ডের জন্যও  কল্পনা করা যায় না। শোককে শক্তিতে পরিণত করে এই আগস্ট মাসেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াতে হবে। বর্তমান সরকারের সময়ে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনসহ স্বাচিপ নেতৃবৃন্দ বলেন, চাওয়া, পাওয়া, না পাওয়া, মান অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগস্ট মাস এলেই বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের বিরুদ্ধে ৭১ এর পরাজিত শক্তি ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রকারীরা এবারো তার ব্যত্যয় করেনি। বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। তাদের উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তানে পরিণত করা। তাই স্বাধীনতা বিরোধী বিএনপি, জামাত, শিবির জোটকে রুখে দিতে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে রাজপথে থাকতে হবে। গত কয়েকদিনে কোমলমতি সাধারণ ছাত্রছাত্রীদের উপর ভর করে দেশব্যাপী বিএনপি, জামাত, শিবির জোট যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা থেকে অবশ্যই বাংলাদেশকে রক্ষা করতে হবে।

জাতীয় এই কর্মসূচীতে স্বাচিপ নেতা সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়াদার টিটো এর সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগড় মোড়ল, প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক তুহিন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, অধ্যাপক ডা. সালাহ উদ্দিন শাহ, সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন সুমন, ডা. পবিত্র কুমার দেবনাথ, ডা. জাহান শামস নিটল, ডা. এহসানুল কবীর সুমন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS