কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম সম্মানিত স্থানীয় নাগরিকদের সহায়তায় অদ্য ২৭ জুন ২০২৪ রাত আনুমানিক ১২.১০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানাধীন বারুইটারী সুধাংসু মোড় এলাকা থেকে পশ্চিম বাগভান্ডার এলাকার মাদক কারবারি মোঃ জিয়ারুল ইসলাম @জুম্মান (২৫)’কে একটি মোটরসাইকেলে মাদক পরিবহনের সময় ২৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ । উক্ত মাদক কারবারির বিরুদ্ধে বগুড়া জেলার নন্দিগ্রাম থানায় পূর্বের ১ টি মাদক মামলার রয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারীতে ২৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply