নিজস্ব প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের সবুজ চত্বরে বাদ যোহর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় প্রধান বিচারপতিসহ উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, বারের নির্বাচিত কর্মকর্তাগণ, বিপুল সংখ্যক আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। তাঁকে বনানী কররস্হানে দাফন করা হয়। উল্লেখ্য, ৩ জুন ঢাকার উত্তরার বাসভবনে ইন্তেকাল করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এড আবেদ রাজা মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি সাবেক বিচারপতি ছিলেন।গুরুত্বপূর্ণ আইন গ্রন্থের প্রণেতা এ কিংবদন্তি আইনজীবী ঢাবির আইন বিভাগের শিক্ষক ছিলেন। তিনি জুডিশিয়াল সার্ভিস কমিশনেও অধ্যাপনা করেছেন।তাঁকে আইন জগতের দিকপাল হিসেবে আখ্যায়িত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আবেদ রাজা সমবেদনা জানান। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করেন।

Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply