মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মাধবপুরে আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জয়-কে পুলিশে দিল ছাত্রজনতা স্বাধীনতা থেকে জুলাই চেতনার পালাবদল পেয়েছে: মোমিন মেহেদী আসন্ন নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনলাইন পেমেন্ট সেবার চুক্তি অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা: মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু কেন্দ্রীয় নির্দেশনা ব্যতিত কর্মসূচি পালনের ক্ষেত্রে জেলা ও মহানগর যুবদলের জন্য সতর্কবার্তা রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল সেনসেশন হামজা চৌধুরী চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতির সংবর্ধনা সভায় নবাগত জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম আলমডাঙ্গার জেহালায় সার বিতরণে বিশৃঙ্খলা: অসাধু মহলের চাপ ও ষড়যন্ত্রের শিকার ডিলার উম্বাদ আলী জোয়ার্দার মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা  দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ১৭ মে, শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘আপনার স্বদেশ প্রত্যাবর্তন মানে, বাংলাদেশের প্রত্যাবর্তন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য স্থপতি ইয়াফেস ওসমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্লিম ও টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. এজেডএম শফিউল আলম ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন প্রমুখ।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বের কারণেই আজ বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে। অধ্যাপক ড. সাদেকুল আরেফিন বলেন, আজকের দিনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন। দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন অতিবাহিত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পন করেন। সেই দিন লক্ষ লক্ষ জনতা জননেত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি ফিরে এসেছিলেন বলেই বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটেছে, মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে।

অধ্যাপক ড. এজেডএম শফিউল আলম ভূইয়া বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ এবং তাঁর নেতৃত্বের গুণাবলির কারণেই বার বার বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন আছেন।

অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য নেতৃত্ব ও অসাধারণ প্রতিভার কারণে আজ বিশ্ব সভায় একজন সৎ, যোগ্য ও প্রভাবশালী রাষ্ট্রনায়কের মর্যাদায় ভূষিত হয়েছেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল খালেক বলেন, শেখ হাসিনা অসাধারণ নেত্রী, বিশ্বনেত্রী। তাঁর নেতৃত্বের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তিনি সুদীর্ঘকাল বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন এবং বহুভাগে বিভক্ত বাংলাদেশ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বার বার জনগণের ভালোবাসায় ও সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় আছেন। আমরা অনেকে তাকে দেশরতœ বলি, কিন্তু এটা তাঁকে খাটো করা হয়। তাঁর চরিত্রের যে অসাধারণ গুণাবলি রয়েছে, এই জন্য তাকে বঙ্গরতœ উপাধিতে ভূষিত করাই শ্রেয়।

অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে সুদুর বিদেশ থেকে অংশগ্রহণ করেন নিউজিল্যান্ডের বাংলাদেশের রাষ্ট্রদূত ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূইয়া, বিশিষ্ট রাজনৈতিক ও কলামিস্ট সুভাষ সিংহ রায় প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠাত সমূহের বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS