স্টাফ রিপোর্টার: জাতীয় মানবাধিকার সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খ্যাতিমান কবি, সমাজবিজ্ঞানী ও মানবাধিকার তাত্ত্বিক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু বিশ্বমানবতা প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত প্রান ছিলেন।’
বুধবার (৮ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি আঙিনায় দুইদিনের রবীন্দ্র জন্মজয়ন্তী ও আলোচনা অনুষ্ঠানের উদ্বোধনকালে আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাঙালি জাতিকে আত্মশক্তিতে বলীয়ান করে তোলার ক্ষেত্রে কবিগুরু ও বঙ্গবন্ধু দুজনেরই দৃষ্টিভঙ্গির সমধর্মিতা বিশেষভাবে লক্ষ করা যায়। সমাজকে পুনর্জাগ্রত, পুনর্সংগঠিত ও বাঙালি সমাজের ওপর নির্ভর করে জাতীয় জীবনের সর্বাঙ্গীণ বিকাশের কথা দুজনেই ব্যক্ত করেছেন।’
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বাংলা সাহিত্যের প্রায় সব শাখাতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নির্দেশকের ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ ও তার সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চিরদিন বাঙালিকে অনুপ্রাণিত করবে। তিনি বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিনিধি। বিশ্বকবির কুঠিবাড়ী, কাচারিবাড়িসহ তার সব স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টার অব্যাহত আছে।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন রবীন্দ্র গবেষক ইবির বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন, শিলাইদহ রবীন্দ্র সংসদের পরিচালক আফজাল হোসেন।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে সূচনা সঙ্গীত পরিবেশিত হয়। এ সময় দুই দিনব্যাপী রবীন্দ্রমেলাকে ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি আঙিনা হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply