 
																
								
                                    
									
                                 
							
							 
                    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজে তাদের সর্বোচ্চ মেধা এবং দক্ষতার পরিচয় দিচ্ছে।
এরই ধারাবহিকতায় অদ্য ২১ এপ্রিল ২০২৪ কুড়িগ্রাম পুলিশ অফিস এর ১ম অর্ধ-বার্ষিক হিসাব পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব পংকজ চন্দ্র রায়, পিপিএম মহোদয়। পরিদর্শন সময়ে তিনি কুড়িগ্রাম পুলিশ অফিসের সার্বিক কার্যক্রম, হিসাব ও বাজেট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র, ফাইল ও নথিসমূহের পুঙ্খানুপুঙ্খু পর্যবেক্ষণ, পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়নের জন্য নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি মহোদয়ের সাথে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন ও কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী।
পরিদর্শনান্তে পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত ডিআইজি মহোদয়ের প্রদত্ত সকল পর্যবেক্ষণ ও নির্দেশনা যথাযথ অনুসরণ ও প্রতিপালনের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply