মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কণ্ঠনীড়ের ‘আমার স্বপ্ন, আমার স্বাধীনতা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

প্রেস রিলিজ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাচিক শিল্পচর্চা কেন্দ্র কণ্ঠনীড় আয়োজন করে ‘আমার স্বপ্ন, আমার স্বাধীনতা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের। কণ্ঠনীড়ের নিজস্ব মিলয়তানে গত ২৯ মার্চ ২০২৪, শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে ছিলো কথামালা, কবিকণ্ঠে কবিতাপাঠ, একক ও দলীয় আবৃত্তি।

কণ্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে কথামালায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নুর ঊন নবী ইমরান, কবি হোসাইন কবির, আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, ছড়াকার উতপাল কান্তি বড়ুয়া ও সংগঠক সাজ্জাত হোসেন।

কথামালার অতিথিরা বলেন, যে প্রত্যয় ও অঙ্গীকার নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছিল, ৫৩ বছর পরও পুরোপুরি পায়নি এদেশের মানুষ। চরম শ্রেণীভেদ ও অসাম্য সমাজের নৈতিক ভিত্তিগুলো দুর্বল করে দিচ্ছে। একশ্রেণীর মানুষের কাছে জিম্মি হয়ে আছে অন্ত্যজ মানুষ। এখনও চলমান স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত। শাসকশ্রেণীও এ বিষয়ে যথাযথ ভূমিকা রাখতে পারছে না।

তাঁরা বলেন, অসম্পদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও স্বাধীনতার প্রকৃত অর্থ কবিতার মাধ্যমে সকলের মাঝে পৌঁছে দেয়ার জন্য কণ্ঠনীড়ের মত সংগঠনগুলোকে দায়িত্ব নিতে হবে। কবিতা পাঠ করে শোনান কবি রেহেনা মাহমুদ, রিমঝিম আহমেদ ও কবি নবারুন কান্তি বড়ুয়া।

কথমালার পর শুরু হয় আবৃত্তি পরিবেশনা। কণ্ঠনীড়ের শিশু বিভাগের জয় বড়ুয়া, অরণ্য বড়ুয়া ও সমৃদ্ধ বড়ুয়া দিপ্র, কণ্ঠনীড়ের তাজুল ইসলাম, কানিজ ফাতেমা, অর্পিতা পাল, রোটার‍্যাক্টর মরিয়ম বেগম এবং তানিয়া আক্তার মাহি আবৃত্তি করেন।

আমিন্ত্রত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি করেন বোধন আবৃত্তি পরিষদের সূবর্ণা চৌধুরী, প্রমা আবৃত্তি সংগঠনের পার্থ প্রতিম মহাজন, এটিএম সাইফুর রহমান, ত্রি-তরঙ্গ আবৃত্তি দলের সুজয় দে ও  সন্দীপনার মেজবাহ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS