নিজস্ব প্রতিবেদকঃ আজ ৫৪তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আব্দুল মোমেন এমপি এর নেতৃত্বে ধানমন্ডি ৩২ এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।
পরে সকাল ১১.০টায় মালিবাগস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের বঙ্গবন্ধু মিলনায়তনে “বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম অহিদুজ্জামান চান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেক।
বক্তারা বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আধুনিক স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। আর তা বাস্তবায়নের জন্য তিনি দূর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এ কাজে সকলকে সহযোগিতা করতে হবে। সিন্ডিকেট করে পণ্যের মূল্যবৃদ্ধি, অতি মুনাফা, কালোবাজারী, মওজুতদারী, করফাঁকি, চাঁদাবাজী এগুলো বেসরকারী দূর্ণীতির এক একটি রূপ। সরকারী ক্রয় দূর্ণীতি, প্রকল্পের খরচ বৃদ্ধি ছাড়াও নানা দূর্নীতি রয়েছে। এসব দূর্ণীতির ফলে উপজাত অপরাধ হিসেবে মানিলন্ডারিং ও ভূমিদস্যুতা হয়। এগুলো প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে।
পরে অনুষ্ঠানের পরিচালক এডভোকেট ড. মশিউর মালেক বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে দূর্নীতির তথ্য সংগ্রহ করে তা যাচাই বাছাই করে প্রতি মাসে দশ জন দূর্ণীতিবাজ, কর ফাঁকিবাজ এবং মুনাফাখোর সিন্ডিকেট সদস্যদের নাম প্রকাশ করার ঘোষণা দেন। এজন্যে তিনি দূর্ণীতি ও মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের সাথে জড়িতদের নাম সংগঠনের কার্যালয়ে প্রেরণের জন্য দেশবাসীর প্রতি আহব্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সর্বজনাব এম এ খালেক মিয়া, ডা৷ এন এ সালাম, মোহাম্মদ আব্দুস সালাম, কাজী মফিজুল হক, সাবেক অতিরিক্ত সচিব, এম রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা,এম এ খায়ের বাচ্চু মোল্লা, হাসান নাসির মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন শাহিন, বাসেদ সিমন, তথ্য ও গবেষণা সম্পাদক শাশ্বত মনির, সহ সম্পাদক নাসির উদ্দিন খান, মোঃ দেলোয়ার হোসেন সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মোহাম্মদ আনিসুর রহমান সাধারণ সম্পাদক বঙ্গমাতা পরিষদ ও সাবেক ছাত্রনেতা, মোহাম্মদ বাসেত, সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ নুরুল আমিন শাহিন, সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব রুহুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা এম এ রব, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন, আজীবন সদস্য, শাহাদাত হোসেন ভূঁইয়া, আইনুল হক, আলী মোল্লা খোকন, এডভোকেট নাদিয়া আলী, এডভোকেট কাজী আবু তাহের, সংগঠনের আজীবন সদস্য শাহাদাৎ হোসেন ভূইয়া, আমিনা ফেরদৌসি, আইরিন ইসলাম, শিল্পি আক্তার সোমা প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply