নিজস্ব প্রতিনিধিঃ সদ্য গ্র্যাজুয়েট নিয়োগের জন্য কোর সার্চের সাথে চুক্তিবদ্ধ হলো রানার গ্রুপ। গত ১৪ ডিসেম্বর, ২০২৩ ঢাকার তেজগাঁও এ অবস্থিত রানার গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
কোর সার্চ এ চুক্তির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে ট্রেনিং প্রাপ্ত (জব প্লেসমেন্ট ট্রেনিং এর মাধ্যমে) গ্র্যাজুয়েট এবং ইন্টার্ন নিয়োগে সহায়তা করবে। এটির মাধ্যমে গ্র্যাজুয়েটদের প্রশিক্ষণের কাজটি আরও একধাপ এগিয়েছে।
অনুষ্ঠানে কোর সার্চের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম এবং রানার গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রানার গ্রুপের পরিচালক রুদাবা তাজিন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রানার গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান শাহ মো: রিজভী রনি, কোর সার্চের প্রকল্প সমন্বয়কারী আরিফ ফয়সাল ইমন, এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ প্রসঙ্গে কোর সার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম বলেন, “বাংলাদেশে বেকারত্বের অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে পেশাগত দক্ষতার অভাব। আর এজন্য কোর সার্চ বিশেষজ্ঞদের দ্বারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষেত্রের জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে সাহায্য করে। এছাড়া বর্তমানে প্রায় অর্ধ শতাধিক কোম্পানির সাথে আমাদের নিয়োগ বিষয়ক চুক্তি থাকায় প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের উক্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পেতে আমরা সহায়তা করে থাকি।”
উল্লেখ্য, কোর সার্চ কোর ফেসিলিটেশনের একটি সহযোগী সংগঠন। এটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে চাকুরী প্রাপ্তিতে সহায়তা করে থাকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply