নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানবাধিকার সুনিশ্চিত করতে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মানবাধিকার বিরোধী কার্যক্রম সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সর্বদা সোচ্চার থাকতে হবে। দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে না বলতে হবে। সকলের সাংবিধানিক ও আইনগত অধিকার সুনিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানবাধিকারের সর্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করছে। তবে মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সরকার, রাজনৈতিক দলসমূহ, গণমাধ্যম, নাগরিক সমাজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ১০ ডিসেম্বর শনিবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন মোঃ খালেকুজ্জামান আমির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ আবুল হাশেম, সংগঠনের যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ রাজু, নারীনেত্রী আল্পনা আক্তার লতা, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মুহাম্মদ আলী।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply