নিজস্ব প্রতিবেদকঃ আজ ৬ ডিসেম্বর সকাল ১০ টায় তোপখানা রোডস্থ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক মঞ্চের উদ্যোগে ঘোষিত তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় করণীয় শীর্ষক আলোচনা সভায় নাগরিক মঞ্চের সমন্বয়কারী বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন বলেন, “২০১৪ সালে আধিপত্যবাদী রাষ্ট্র ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচন করে ১৫৪ সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সরকার গঠন করে বর্তমান ক্ষমতাসীন স্বৈরাচারী আওয়ামী সরকার। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে জনগণকে জুজুর ভয় ও রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন হারানের ভয় দেখিয়ে ২০১৮ সালের আরো একটি একতরফা নির্বাচনে যেতে বাধ্য করে। তখন দিনের ভোট রাতে করে জনগণকে ধোকা দিয়ে আরো একটি প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ করে পুনরায় ক্ষমতা ধরে রাখে। এখন তারা আবারো ভারতের পরোক্ষ সহযোগিতায় ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনের অবৈধ তফসিল ঘোষণা করে দেশকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে। বিরোধী দলগুলোর মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তাদের উপর গুম—খুন—জুলুম—নির্যাতন চালিয়েছে। বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি ছেড়ে ক্ষেত খামারে বনেজঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে। নেতাকর্মীদের না পেয়ে পুলিশ তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে নাম ঠিকানা অস্তিত্বহীন কিছু রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে তাদের অধীনে নির্বাচনে নিয়ে জাতির সামনে ৭ই জানুয়ারি নতুন নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। দেশের এই সংকটকালীন সময় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমে এসে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে বিদায় করতে হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply