বেসরকারি খাতের গ্লোবাল ইসলামী ব্যাংকের সব সেবা আগামী সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সিস্টেমের নতুন সংস্করণ স্থাপনের তথ্য স্থানান্তরের জন্য এই সময়ে ব্যাংকটিকে কার্যক্রম বন্ধ রাখার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর মোট ১২০ ঘণ্টা গ্লোবাল ইসলামী ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
গ্লোবাল ইসলামী ব্যাংক হলো চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের মালিকানাধীন। আগে ব্যাংকটির নাম ছিল এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রবাসীদের মালিকানার ব্যাংক হিসেবে এটি অনুমোদন পেয়েছিল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply