নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি (এম) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান আজ ১৯ জুলাই ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ঢাকা—১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলা ও ভোট জালিয়াতি এবং বিরোধী দল বিএনপির পদযাত্রায় বাঙলা কলেজের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজধানী ঢাকায় কেন্দ্রে সরকার—প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের নাকের ডগায় নির্বাচনে প্রার্থীর উপরে ও এজেন্টদের উপর এধনের সন্ত্রাসী হামলা প্রমাণ করে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভবনা নাই।
নেতৃদ্বয় বলেন, সরকার ও নির্বাচন কমিশনের ভুমিকা ন্যাক্কার জনক। নির্বাচনে ভোটারের নগণ্য উপস্থিতি প্রমাণ করে এই নির্বাচন কমিশনের উপর জনগনের আস্থা নেই। সরকারের প্রতি যে জনগণের সমর্থন নাই তাই সরকার পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী মত দমনের পথ বেছে নিয়েছে। বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রাও আর সহ্য করতে পারছে না। খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশেও লোক জমায়েতে বাধা দেওয়া হয়েছে। ১২ জুলাই বিএনপির সমাবেশে বাধা দিতে পথচারীদের মোবাইল ফোন পরীক্ষা করাসহ নানা হয়রানি করা হয়েছে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হামলা—মামলা করে বিরোধীদের দমন—পীড়ন করে, জনরোষ থেকে অতীতের কোন স্বৈরাচারী সরকার রক্ষা পায়নি, বর্তমান সরকারও পাবে না।
নেতৃদ্বয় বলেন, দমন—পীড়নের পথ পরিহার করে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন দিন। সরকারের দমন—পীড়নের বিরুদ্ধে এবং হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণআন্দোলনে দেশবাসীকে শরীর হওয়ার আহ্বান জানাই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply