নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১৫ জুলাই ২০২৩, শনিবার বিকেল ৪ ঘটিকায় ঢাকার জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিকক যোগ দিবস উপলক্ষে মহান দার্শনিক, যোগেশ্বর প্রভাত রঞ্জন সরকারের ‘মানবকল্যাণে বহুমুখী অবদান’ শীর্ষক আলোচনা সভা, যোগ প্রদর্শীনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আর ইউএ্যান্ড রাওয়া সংগঠন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক পরেশ চন্দ্র মোদক, সভাপতি, আর ইউএ্যান্ড রাওয়া বাংলাদেশ ও সাবেক ডীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শংকর তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জনশীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মুহম্মদ নুরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি, অধ্যাপক অসীম সরকার, সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, সহযোগী অধ্যাপক খন্দকার হালিমা আক্তার রিবন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, গৌতম কুমার সরকার, মহাপরিচালক, জাতীয় আর্কাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জনশীল গোপাল এমপি বলেন, আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে গড়ে উঠতে যোগ ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নারী সমাজকেও যোগ ব্যায়ামে উদ্বুদ্ধ হয়ে সাহসী মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি আরো বলেন, সুখী, সমৃদ্ধশালী এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করতে অনুরোধ জানান।
বিশেষ অতিথি হিসেবে ড. অসীম কুমার সরকার বলেন, নতুন প্রজন্ম আমাদের যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা পেতে এবং সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে যোগ ব্যায়ামের উপকারিত ব্যাপকভাবে প্রচার করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক পরেশ চন্দ্র মোদক বলেন, পৃথিবীতে চির শান্তি ও সুখের ঠিকানা এবং সমৃদ্ধি অর্জন করতে হলে এবং জীবাত্মা ও পরমআত্মার মিলন ঘটাতে যোগ ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে পারে।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন, আচার্য ব্রজেশ্বরানন্দ অবধূত, সভাপতি, আনন্দমার্গ, প্রচারক সংঘ, বাংলাদেশ, আচার্য সুপ্রভানন্দ অবধূত, কলিকাতা, ভারত, অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্য, কলিকাতা, ভারত প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, আনন্দমার্গ, প্রচার সংঘ বাংলাদেশ এর ভক্তপ্রধান বিপ্লব বৈরাগী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply