নিজস্ব প্রতিবেদকঃ দেশের লেখক সমাজ দীর্ঘদিন যাবত পৃথক “জাতীয় জাতীয় সাহিত্য অধিদপ্তর” প্রতিষ্ঠার দাবী জানিয়ে আসছেন। ইতিমধ্যে বিভিন্ন সাহিত্য সংগঠন এবং সিনিয়র লেখকদের সমন্বয়ে জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
লেখক সমাজের চাহিদামতে সৃংস্কৃতি মন্ত্রণালয় এর সাথে সাহিত্যকে সংযোজন করে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হিসেবে নামকরণ করে এর অধীনে পৃথক ‘জাতীয় সাহিত্য অধিদপ্তর’ প্রতিষ্ঠাসহ ১৫ দফা দাবীতে, সংগঠনের প্রধান সমন্বয়ক – ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে স্মারকলিপি দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শুকুর চৌধুরী, মাহমুদুল হাসান নিজামী, প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, প্রভাষক ইভা আলমাস, রিতু নুর, মুখপাত্র নীলা মল্লিক, সমন্বয়কগণ রওশন আরা (রুশো), জেসমিন দিপা, মো: আব্দুল গণি ভুইয়া, অসীম ভট্টাচার্য, সাইফ সাদী, আসমান আলী, শামীমা রোজী, ইলোরা সোমা, শামীউম বাছিরসহ প্রমুখ কবি ও সাহিত্যিকগণ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply