নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আজমত উল্লা খানকে তার কার্যালয়ে ১২ জুন সোমবার বিকেলে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নতুন চেয়ারম্যান জানান, তিনি একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্যে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। ইতোমধ্যে তিনি কতিপয় পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করেছেন।
লায়ন গনি মিয়া বাবুল এসকল কার্যক্রমের সফলতা কামনা করেন এবং তার আথিতীয়তার জন্যে নতুন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সদস্য কবি মোস্তাক আহমেদ ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply