হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ উপজেলার কাঠালডাঙ্গী বাজারের পশ্চিমে ইউনিয়ন ভূমিঅফিসের পশ্চিম দক্ষিনে জোড়া দুটি সেতুর পূর্বসেতুর দক্ষিন পূর্ব কোনের টবসালা ভেঙ্গে খসে পড়েছে ও নড়বড়ে হয়ে পড়েছে। যে, কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এলাকার অনেকে বিষয়টি জানালেন Economic
News24 কে।
ঐ ইউনিয়নের সাবেক উপজেলা চেয়ারম্যান মাও মোঃ রফিকুল ইসলাম জানালেন যে,সেতুটি স্রোতগতিতে মেরামত /সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন।
ভাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান সরকারের সহিত মুঠো ফনে একাধিক বার যোগা যোগ করেও পাওয়া যায়নি। এই ব্রীজ পাকা রাস্তার উপর দিয়ে ১০টি গ্রামের জনসাধারণ চলাচল করে আসছিল। এই সেতুর উপর দিয়ে এলাকার স্থানীয় জনসাধারণ,স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানে জাতায়াত করে আসছে।
উপজেলা প্রকৌশলি বিভাগের জনৈক ব্যাক্তি জানালেন যে, ব্রীজটির অবোকাঠামো অনুযায়ী অতিরিক্ত মালামাল বোঝায় কৃত যানবহন চলাচলের কারনে টবসাল্বা ভেঙ্গেপড়েছে।
অপর দিকে ভবানন্দপুর গ্রামের মোঃ শখাওয়াত মেমবারের বাড়ির পূর্বে মৌওঃ মোঃ বরকততুল্লার বাড়ির উত্তরে
কাঁচারাস্তর উপর নির্মিত সেতুটির টবসাল্ব ভেংগে পড়েছে।

ছোট সেতুটির ছাদের টবসাল্ব ভেংগে পড়েছে। ভারী জানবাহন চলাচলে ঝুকিপুর্ণ হয়ে পড়েছে। সেতুটির ভাংগা অংশে বাসের আগালী পুতে রাখা হয়েছে। যাতে পথচারীগণ যানবাহন চলাচল কারী চালকগণ সাবধানতা অবল্মবন করে চলেন বীষয়টি জানালেন ঐ গ্রামের মোঃ জয়নাল আবেদীন প্রবিন সংগীত শিক্ষ।
এব্যাপারে হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সহিত যোগাযোগ করলে তিনি বলেন যে, আমি এই প্রথম শুনলাম ।বিষয়টি দ্রুতগতিতে সমাধান করার ব্যাবস্থা নিব ইনশাল্লাহ। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল হসান (মুকুল) এর সহিত যোগাযোগ করলে প্রতিবেদককে জানালেন যে, ব্রীজ দটি পুণ সংস্কার করার জন্য প্রস্তব পাঠানো হয়েছে।
অপর দিকে উপজেলা নর্বিার্বাহী অফিসার একে এম শরীফুল হক এর সহিত যোগাযোগ করলে তিনি বলেন যে, উপজেলা প্রকৌশলীর সহিত আলোচনা করে প্রতোগতীতে ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply