বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

ঢাকা ১৭ নির্বাচনী এলাকাকে ‘স্মার্ট বাংলাদেশ’ দর্শনের রোল মডেল এলাকা হিসেবে প্রতিষ্ঠা করতে চান অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার তাত্ত্বিক, সমাজবিজ্ঞানী, নজরুল গবেষক, লঙ্ঘিত অধিকার রক্ষায় আপোষহীন নেতা,কবি অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ নির্বাচনী এলাকায় মনোনয়ন ও নির্বাচন বিষয়ে ২৭ মে ২০২৩ শনিবার বিকেল ৫ টায় ঢাকাস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ২৪ টি জাতীয় পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ পেশাজীবি সংগঠক ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর সাবেক সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন ঢাকা ১৭ নির্বাচনী এলাকার জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিদ্যুৎ গ্যাস সংকট উত্তরণ, অবৈধ দখলদারদের উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি পরিচ্ছন্ন এলাকা তথা ‘স্মার্ট বাংলাদেশ’ দর্শনের রোল মডেল এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন।

এ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা), বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মানবাধিকার সম্মিলিত জোট, বাংলাদেশ ‘ল’ ফাউন্ডেশন,ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল থিংকিং রিচার্স সেন্টার, কবিসংসদ বাংলাদেশ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, আন্তর্জাতিক নজরুল সাহিত্য পরিষদ, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি,ভারত বাংলাদেশ সাহিত্য পরিষদ, আন্ত:বাংলা মৈত্রী মঞ্চ, স্মৃতি ‘৭১’, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংগঠন মাসাস, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, বাংলাদেশ ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি, জাতীয় লেখক ফাউন্ডেশন, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব, লেখক উন্নয়ন কেন্দ্র, বাংলাদেশ শিক্ষা গবেষণা উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ নারীকল্যাণ ফাউন্ডেশন, জাগ্রত ব্যবসায়ী পরিষদ ও বঙ্গবন্ধু সাহিত্য জোট এর নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চিত্রপরিচালক মাজহারুল ইসলাম খোকন, পেশাজীবি নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, কবি সাংবাদিক অশোক ধর, জাগ্রত মহানায়ক রিফাত শিহাব আলম, কবি তৌহিদুল ইসলাম কনক,  কবি হালিমা বেগম, সাংবাদিক কামরুজ্জামান জনি, রুকন উদ্দিন পাঠান, সাংবাদিক সালমা শান্তা, অভিনেতা এবি বাদল, নাজমুল হাসান মিলন, আব্দুর রাজ্জাক, সাজ্জাদ হোসেন শান্ত, আশরাফ উদ্দিন,ফরহাদ হোসেন, মাহিদুল ইসলাম মাহী, আমির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ‘ম মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নিবেদিত প্রান।

বাংলাদেশের অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে তাঁর মতো লোক এমপি হিসেবে অতীব প্রয়োজন ‘। বক্তারা অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজীকে ঢাকা ১৭ আসনে মনোনয়ন দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী জানান। পাশাপাশি তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে প্রেরন করার জন্য ঢাকা ১৭ নির্বাচনী এলাকার ভোটারদের নিকট আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS