মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ঢাকা, ০৪ নভেম্বর ২০২৫: রবি আজিয়াটা পিএলসি গ্রাহকদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন দাখিলের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd বিনা ডেটা খরচে ব্যবহারের সুযোগ চালু করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করতে রবির এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সুবিধার ফলে ই-রিটার্ন জমা দেওয়ার সময় রবি গ্রাহকদের আর মোবাইল ডেটা ফুরিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না। ফলে আরও নির্বিঘ্নে ও আত্মবিশ্বাসের সঙ্গে কর সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারবেন তারা।

দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে রবি এই উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের ই-রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং কর প্রদানের ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা এর অন্যতম উদ্দেশ্য। বিশেষ এই সুবিধা ই-রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া কর প্রদান ও ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পর্কে গ্রাহকদের সহায়তা করতে রবি তার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষামূলক কনটেন্ট প্রকাশ করেছে।

রবি বিশ্বাস করে, এসব উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে— যাতে তারা কোনো জটিলতা ছাড়াই তাদের কর সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS