হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী এবং অপর দুইজসহ ৪ জন গ্রেপ্তার হয়েছে।
পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির কালিশিরি গ্রামের মৃত আনছব আলীর পুত্র ফারুক মিয়া (৫৫) ও তার স্ত্রী (৪৮) পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির কালিশিরি গ্রামে তাদের বসতঘরে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আড়াই বস্তায় ভরে রাখা ৩০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টিম উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকার মোহাম্মদ আলীর পুত্র পাভেল (২৫), তার সহযোগী চন্দনা প্রকাশ ধলাইপাড় এলাকার ইউনুছ আলীর পুত্র কাউসারকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। বিকালে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply