দেশের আট বিভাগেই বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (২৭ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞতিতে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, সিলেট ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আজ ঢাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস বয়ে চলেছে। আর বগুড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply