শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা জেলার মানুষের মাথাপিছু আয়, দেশের মানুষের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণের কাছাকাছি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৫৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু হয়নি কারও প্রথম প্রান্তিক প্রকাশ এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা প্রিমিয়ার সিমেন্টের এপেক্স ফুটওয়্যার বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক লেনদেনের শীর্ষে চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে কুড়ুলগাছি বশির উদ্দিনের ইজিবাইক ছিনতাই নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে: আমির খসরু মাহমুদ চৌধুরী। গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন বৈধ হবে না: জাতীয় ঐক্য জোটের সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

মাধবপুরে ফুটপাত এখন ভাসমান ব্যবসায়ীদের দখলে

লিটন পাঠান
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য ভাসমান দোকান। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে চলে কেনাবেচা। ফলে সবসময় জটলা লেগে থাকে মহাসড়কের ফুটপাতে। এতে চরম দূর্ভোগে পড়েন পথচারীরা। ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের দখলে থাকার কারনে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর বাজারে যানজট লেগে দুরপাল্লার যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন।

ভুক্তভোগীরা জানান, মহাসড়কের পাশে জনগনের চলাচলের যে ফুটপাত রয়েছে তা দখল করে ভাসমান ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছে। তাই সাধারন পথচারীরা বাধ্য হয়ে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করতে হয়। একারনে পথচারীরা প্রায়ই সড়ক দূর্ঘটনায় পড়ে। গত বছর এ বিষয়ে সংবাদ প্রকাশের পর মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশে এস আই হুমায়ূন কবিরের নেতৃত্বে থানা পুলিশ ফুটপাত ও মহাসড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মহাসড়ক যানজট মুক্ত করেছিলেন। কিছু দিন যেতে না যেতেই আবারো ধীরে ধীরে ফুটপাত দখলসহ মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে।

অবৈধ স্থাপনা ও দোকানঘর মাধবপুর বাজারে আরমান নামে এক পুরুষ পথচারী জানান, মহাসড়কের ফুটপাত দিয়ে সাধারন লোক জন চলাচল করার কথা। কিন্তু ভাসমান দোকানীরা ফুটপাত এমন ভাবে দখল করে রেখেছে চলাচলের কোন সুযোগ নেই। এমতাবস্থায় ভীড়ের মধ্যে নারী পথচারীরা অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। ফুটপাত দখল মুক্ত করা হলে পথচারীরা সহজেই বাজারে যাতায়াত করতে পারত। জিলু মিয়া নামে অপর এক পথচারী জানান প্রতিদিন ৪টি উপজেলার লোকজন ব্যবসাসহ অন্যান্য কাজে মাধবপুর বাজারে যাতায়াত করে। একারনে বাজারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কিন্তু যানবাহন থেকে নামার পর ফুটপাত দিয়ে হাটার আর কোন সুযোগ নেই, ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দোকান খুলে বসেছে। ফুটপাতে হাঁটতে না পেরে যাত্রীরা গাড়ী থেকে নেমে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করে। মানুষের জটলার কারনে মহাসড়কে চলাচল কারী দুরপাল্লার যানবাহন জটের মধ্যে আটকা পড়ে। উপজেলা আওয়ামী লীগ যুবলীগ’র সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম জানান।

জনচলাচলে দূর্ভোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। মাধবপুর পৌরসভার ৭নং ওয়াডের কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম জানান, মহাসড়কে ফুটপাতে দোকান না বসানোর জন্য পৌরসভার পক্ষ থেকে বার বার বলার পরও ব্যবসায়ীরা গুরুত্ব দিচ্ছে না মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর এস এম জালাল উদ্দিন ভুইয়া বলেন, জন চলাচলে দূর্ভোগ তৈরী করে রাস্তার পাশে ব্যবসা করার অধিকার কারো নেই।

খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে উপর মহলের নির্দেশে ব্যবস্থা নেয়া হবে।

মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ফুট পাথে যারা ব্যবসা করে তারা নেহায়েতই গরীব। তাদের জীবিকার জন্য বিকল্প চিন্তা করা দরকার। তবে অবৈধ দখলদার উচ্ছেদে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান জানান, জনচলাচলে দূর্ভোগ সৃষ্টি করে যারা অবৈধ ভাবে স্থাপনা ও দোকানঘর করেছে তাদের উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS