এক দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বর্তমানে ২১০ থেকে বেড়ে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। ঈদের বাজার হওয়ায় দাম বেড়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা।
রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, শুধু ব্রয়লার মুরগির দামই চড়া না, কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে লেয়ার মুরগি ও সোনালী মুরগির দাম।
দোকানিরা জানান, বুধবার লেয়ার মুরগি ছিল ৩২০ টাকা কেজি, আর বৃহস্পতিবার সেই মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। কেজিতে ৩০ টাকা বেড়েছে। একইভাবে ব্রয়লার মুরগি ২১০ টাকা থেকে দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদের ছুটির কারণে কর্মকর্তারা ছুটিতে যাওয়ায় এখন বাজার মনিটরিং বন্ধ। এই সুযোগকে কাজে লাগাচ্ছেন বড় ব্যবসায়ীরা। কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে খুচরা পর্যায়েও বেড়েছে দাম, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর।
খুচরা বিক্রেতারা জানান, বড় কোম্পানিগুলো মুরগি সরবরাহ কমিয়ে দিয়েছে। অন্যদিকে চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়েছে। এর পুরো মুনাফা করবে মুরগির সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী কোম্পানিগুলো।
এদিকে ডিমের বাজারে ফিরেছে স্বস্তি। প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। গত সপ্তাহে ছিল ১২০ টাকা।
এছাড়া, প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply