বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

নাগদাহ ও আইলহাঁসে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার ২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ১৬ ই মার্চ বৃহস্পতিবার  সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে নাগদাহ ও আইলহাঁস ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ২ টি ইউনিয়নেই নৌকার প্রর্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

নাগদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ৯ জন প্রার্থী। নৌকার প্রার্থী হিসেবে ছিলেন মোঃ আবুল হায়াত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন ৭ জন ও ১ জন জামাত ইসলাম সমর্থীত প্রার্থী। যার মধ্যে চশমা প্রতিকের প্রার্থীর কাছে পরজয় বরন করেছে নৌকার প্রার্থী আবুল হায়াত। মোঃ এজাজ ইমতিয়াজ বিপুল জোঃ চশমা প্রতিক নিয়ে ভোট পেয়েছে ৪০৮০ টি এবং নৌকার প্রতিকের প্রার্থী মোঃ আবুল হায়াত ভোট পেয়েছে ২৫২৭, ও জামাত ইসলামের প্রার্থী মোঃ দারুস সালাম পেয়েছে ১৫৯৮, স্বতন্ত্রপ্রার্থী  মিশর ১২৭৩, আতিকুর রহমান  ১০৫৫, আলাউজ্জামান রাসেল ৮৫৫, হাবিবুল্লহ ১৩৭, মোঃ আলমগীর হোসেন ১১৩, ও আবুল হাসনাত পেয়েছে  ৪৭ ভোট।

আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী, যার মধ্যে   আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে ছিলেন মোঃ জাহিদুল ইসলাম বাদল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দীন বিশ্বাস ও মোঃ বিল্লাল গণি।

নৌকার প্রার্থী পরাজিত হয়েছে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দীন বিশ্বাসের কাছে। চশমা প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দীন বিশ্বাস ৪৭০৫ ভোট পেয়ে বেসরকারী হিসেবে বিজয়ী হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতিক নিয়ে মোঃ জাহিদুল ইসলাম, ভোট পেয়েছে ৪১৫০ টি। অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ বিল্লাল গণি আনারস প্রতিক নিয়ে পেয়েছে  ১৯০৮ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS