গাইবান্ধা প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মুকুল মিয়া (৩০) নামে এক ভারতীয় যুবকের আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে আটক ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে জেলহাজতে প্রেরণ করেন হাতীবান্ধা থানা পুলিশ।
এর আগে গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মুকুল মিয়া ভারতের কুচবিহার শীতকুচির গুলনাহাটি এলাকার মোক্তার সেল মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে সিঙ্গিমারী বিওপি ক্যম্পের সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে ঐদিন রাতে হাতীবান্ধা থানায় মুকুল মিয়াকে সোপর্দ করে বিজিবি।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়ার নামে মামলা করেছে বিজিবি। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply