ভানুয়াতুতে একই সঙ্গে ভূমিকম্প ও ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। প্রথমে পরপর ৬.৫ ও ৫.৪ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এরপরই আঘাত হানে একটি ঘূর্ণিঝড়। একসঙ্গে দুই প্রাকৃতিক দুর্যোগের পর প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন মতে, ভানুয়াতুতে গত দুই দিনে অন্তত দুটি ঘূর্ণিঝড় ও একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (২ মার্চ) চতুর্থ ক্যাটাগরির একটি ঝূর্ণিঝড় দেশটির ওপর দিয়ে বয়ে যায়।
ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ব্যাপক বন্যার সৃষ্টি হয়। ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাটও। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
একদিন পর শুক্রবার (মার্চ) সকালে ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এরপর আছড়ে পড়ে তৃতীয় ক্যাটাগরির একটি ঘূর্ণিঝড়। অবশ্য পূর্ব প্রস্তুতি হিসেবে ঘূর্ণিঝড়ের আগেই কয়েক হাজার অধিবাসী রাজধানী পোর্ট ভিলার আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়।
পরপর দুই ঝড় ও এক ভূমিকম্পের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন উদ্ধারকর্মীরা। বলা হচ্ছে, দ্বীপ রাষ্ট্র ভানুয়াতু প্রাকৃতিকভাবে দুর্যোগ প্রবণ হলেও এর আগে এমন দুর্যোগ দেখা যায়নি।
প্রধানমন্ত্রী ইসমাইল কালসাকাউ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সহনশীল মানুষ। আমরা যেকোনোভাবে এই দুর্যোগ মানিয়ে নেব।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply